নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- দু-এক সপ্তাহ নয়, টানা আড়াই মাস ধরে বিকল বালুরঘাট শহরের খিদিরপুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লি। দীর্ঘদিন মৃতদেহ সৎকারে সমস্যায় ক্ষোভ সাধারণ মানুষের। দ্রুত বৈদ্যুতিক চুল্লিটি চালুর দাবি। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে সরব বিজেপি।
বালুরঘাট পুরসভার অন্তর্গত খিদিরপুর শ্মশানে বছর সাতেক আগে বৈদ্যুতিক চুল্লি তৈরি হয় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে। সহজ এবং কম সময়ে সৎকার ছাড়াও সল্প ব্যয়ে এই চুল্লির গুরুত্ব সামনে আসে। কিন্ত সেই চুল্লিটি গত সেপ্টেম্বর মাসের শুরু থেকেই বিকল। যা নিয়েই সমস্যায় পরছে প্রতিদিন সৎকার করতে আসা মানুষজন।
পুরসভা সূত্রে খবর, চুল্লির চিমনির ধোঁয়া ওপরে না গিয়ে নিচে আসে। সেই ধোঁয়া এলাকায় ছড়িয়ে পরত।
বালুরঘাট বিজেপি শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত বলেন, দীর্ঘদিন মানুষকে সৎকার করতে এসে হয়রানি পোহাতে হয়। এখন এখানে খড়ি পাওয়াও মুশকিল। তাই সাধারণ চুল্লিতে সৎকার করতে সমস্যা রয়েছে। দ্রুত স্থানীয় টেন্ডার ডেকে এই কাজ শুরু করা উচিৎ ছিল। এই বোর্ড না পারলে জানিয়ে দিক, আমরাই ব্যবস্থা করে দেব।
বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান,,বিরধিদের কাজ উন্নয়ন এ বাধাদেওয়া,সেটাই করছে, তবে খুব শিঘ্রই এক্সপার্ট কে খবর দেওয়া হয়েছে উনারা এসে চুল্লী ঠিক করে দেবেন।