পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– গত মঙ্গলবার রাত ন’টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের নিজের সোনার দোকান থেকে বাড়ি ফেরার সময় দেউলবাড়ের কাছে দুষ্কৃতীদের গুলিতে খুন হন সমীর পড়িয়া নামে এক ব্যক্তি। দুদিন কেটে গেলেও এখনো পর্যন্ত সমীরের খুনিরা অধরা রয়েছে। পুলিশ প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছে মৃত সমীর পড়িয়ার পরিবার। পুলিশের উপর আস্থা হারাচ্ছেন মৃত সমীরের পরিবার। যে কারণে তাঁরা সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন। বুধবার জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের কাছে দেখা করতে যান মৃত সমীর পড়িয়ার বাবা। এই দিন স্বর্ণ ব্যবসায়ীর বাবা বলেন উনারা আশ্বাস দিয়েছেন খুব দ্রুত অভিযুক্তদের পাকড়াও করা হবে এবং করা শাস্তি দেওয়া হবে।
Home রাজ্য দক্ষিণ বাংলা সোনা ব্যবসায়ী সমীর পড়িয়া খুনের ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি...