পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার ভোর চারটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের জেলা আদালতের সামনে মহাপ্রভু মন্দিরে নামগান করতে এসে দুস্কৃতি খপ্পরে পড়ে এক বৃদ্ধা। মন্দিরের গেটের সামনে ঢোকার আগেই ওই দুস্কৃতি বৃদ্ধাকে ধরে এবং জোর করে কানের দুল ছিনতাই করে পালিয়ে যায়।
কয়েকদিন আগেও তমলুক শহরে ভোরে ফুল তুলতে বেরিয়ে এক মধ্য বয়সের মহিলার ঠিক একই ভাবে কানের দুল ছিনতাই করে দুস্কৃতি। যদিও কোন ঘটনায় এখনও পর্যন্ত কোনো কেউ গ্রেফতার হয়নি।তমলুক শহর হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার জেলা সদর শহর। এই জেলা শহরে প্রতি নিয়ত প্রাতঃভ্রমনে বেরিয়ে একের পর এক ছিনতাইএর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুস্কৃতি হাফ প্যান্ট পরে একটি ব্যাগ হাতে এসেছিল । ইতিমধ্যেই ওই দুস্কৃতিকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।
Home রাজ্য দক্ষিণ বাংলা আবারও তমলুক শহরের মধ্যে বৃদ্ধার কানের দুল ছিনতাই,কানের পাতা ছিঁড়ে রক্তাক্ত বৃদ্ধা,...