নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ- গোষ্ঠী কন্দল প্রকাশ্যে চলে এলো কালনা পৌরসভায়। পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত বিরুদ্ধে তীব্র অসন্তোষ কাউন্সিলরদের। এই মুহুর্তে ১৮ আসন বিশিষ্ট কালনা পৌরসভায় ১জন সিপিএমের কাউন্সিলর ছাড়া বাকি ১৭জনই তৃণমূল কংগ্রেসের। তারমধ্যে ১৪জন কাউন্সিলর তীব্র অসন্তোষ চেয়ারম্যান আনন্দ দত্তের বিরুদ্ধে। সকলে মিলে আনন্দ দত্তের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসে। সেই সম্মিলিত চিঠি বুধবার ইমেইল মারফত DM, SDO, ও কালনা পৌরসভায় পাঠিয়েছেন তারা। সেই অনাস্থা সম্মিলিত চিঠি পৌরসভায় জমা করতে গেলে কালনা পৌরসভা কর্তৃপক্ষ তা নিতে অস্বীকার করে বুধবার। এদিন বিক্ষুব্ধ কালনা পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিল চৌধুরী জানান, চেয়ারম্যান আনন্দ দত্তের আমলে কাজের গতির দাঁড়িয়ে গিয়েছে কালনা শহরে , আমরা ঠিক মতন কাজ করতে পারছি না। একই সাথে পৌরসভায় ঠিক সময় অফিসে আসছে না তিনি। উন্নয়নমূলক কাজ করা যাচ্ছে না তাতে মানুষের সমস্যা হচ্ছে। যার ফলে মানুষের কাছে আমাদের কথা শুনতে হচ্ছে সেই কারণেই আজকের এই অনাস্থার দাবী। চেয়ারম্যান আনন্দ দত্ত জানান, শুনেছি কয়েকজন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব দাবী করেছে। কিন্তু সেই সংক্রান্ত কোন কাগজ আমি হাতে পাইনি।