দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও গঙ্গারামপুর রেল স্টেশন পরিদর্শন করলেন জিএম।

0
192

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর: – দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও গঙ্গারামপুর রেল স্টেশন পরিদর্শন করলেন জিএম। বৃহস্পতিবার গঙ্গারামপুর ও বালুরঘাট রেল স্টেশনে পৌঁছায় উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। জানা গিয়েছে, চলতি মাসের আগামী ২৬শে নভেম্বর গঙ্গারামপুর রেলস্টেশনের দ্বিতীয় প্ল্যাটফর্ম, ফুটওভারব্রিজ সহ একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা করবেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সংসদ ডঃ সুকান্ত মজুমদার। মূলত, সে দিকে নজর রেখে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে নিয়ে স্টেশনের পরিকাঠামো খতিয়ে দেখলেন উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। এই বিষয়ে গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান, “বালুরঘাট স্টেশনের সিট ও পিক লাইন সহ আগামী ২৬শে নভেম্বর গঙ্গারামপুর স্টেশনে ফুট ওভারব্রিজের শিলান্যাস ও গঙ্গারামপুর স্টেশনের দ্বিতীয় নম্বর প্লাটফর্মের কাজকর্ম খতিয়ে দেখতে উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব আজ গঙ্গারামপুর ও বালুরঘাট স্টেশনে উপস্থিত হয়েছিলেন। এই কাজ সম্ভব হলো রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সংসদ ডঃ সুকান্ত মজুমদারের তত্ত্বাবধানে। যে কাজে পুরো দক্ষিণ দিনাজপুর জেলা সহ গঙ্গারামপুর বাসীদের এক বিরাট উপকার হলো তা বলাই বাহুল্য, এবং এই কাজ আগামী জানুয়ারি মাসের মধ্যেই শেষ হবে”। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর কথা মাথায় রেখে গঙ্গারামপুর ও বালুরঘাট স্টেশনের উন্নয়নের দিকে জোর দিয়ে কাজের সূচনা হতে চলেছে রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে।