পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিদ্যুৎপৃষ্ট হয়ে এক গাড়ি চালকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা দশটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের তিন নম্বর বড়মুড়া অঞ্চলের সানমুড়া এলাকায়, এই দিন সন্ধ্যা সাতটা নাগাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত গাড়ি চালকের নাম জলজিৎ সিং, বয়স আনুমানিক ৪৭ বছর, বাড়ি পাঞ্জাবের হশিয়ারপুর এলাকায়, পুলিশ সূত্রে আরও জানা যায় এই দিন পাঞ্জাব থেকে আলু বীজ নিয়ে সানমুড়া এলাকায় খালি করে ফেরার পথে রাস্তার বিদ্যুতের তারের স্পর্শ লাগে গাড়িটি, সেই সময় ছিটকে পড়ে জলজিৎ সিং, এরপর স্থানীয়দের তৎপরতায় গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে, এরপর গড়বেতা থানার পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পাশাপাশি ওই গাড়িটিকে আটক করেছে পুলিশ, অন্যদিকে খবর দেওয়া হয়েছে পরিবারের সদস্যদের, এই দিন সন্ধ্যায় এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।
Home রাজ্য দক্ষিণ বাংলা বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক গাড়ি চালকের,ঘটনাকে ঘিরে চাঞ্চল্য গড়বেতার সানমুড়াতে।