বিধ্বংসী আগুন, ভাংরী মালের গোডাউনে, ধারণা লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ।।

0
292

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  ভোররাতে একটি ভাংরী মালের গোডাউনে আগুন লেগে বিপত্তি। আগুনে পুড়ে যায় গোটা গোডাউন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। এরপর ভোররাত থেকে সকাল হয়ে যায় সেই আগুন নিয়ন্ত্রণে আনতে। কিভাবে আগুন লাগলো তা এখনো অস্পষ্ট। এই ভয়াবহ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোররাতে নদিয়ার শান্তিপুর শহরের এক নম্বর ওয়ার্ড পাওয়ার হাউস সংলগ্ন বিবাদীনগর এলাকায়। সূত্রের খবর,ওই প্লাস্টিক কারখানায় কর্মরত শ্রমিকরা রাতে কারখানার গোডাউনে তালা মেরে চলে যান। এরপর ভোররাতে খবর পান তাদের গোডাউনে দাউ দাউ করে জ্বলছে আগুন। যদিও আগুনের তীব্রতা অতিরিক্ত ছড়িয়ে পড়ায় পুড়ে ছারখার হয়ে যায় গোটা গোডাউন। খবর পেতেই ঘটনাস্থলে তড়িঘড়ি আসে অগ্নি নির্বাপন দপ্তরের দুটি ইঞ্জিন। তারপর প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কর্মরত শ্রমিকদের দাবি, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এই ভয়াবহ আগুন কিভাবে লাগলো তা এখন অজানা।