সাংবাদিক বৈঠক ইস্ট ওয়েস্ট মডেল স্কুল এডুকেশন সোসাইটির।

0
232

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- ডাক্তার, আইনজীবী কিংবা শিক্ষক শিক্ষিকা পদে একই ছাদের তলায় চাকরির সুযোগ নিয়ে এল বর্ধমানের বেসরকারী ইংরাজী মাধ্যম স্কুল ইষ্ট ওয়েষ্ট মডেল স্কুল। বর্ধমানের তালিতে ১৯৯৭ সালে চালু হওয়া এই স্কুল বর্তমানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিআইএসসিই বোর্ডের অধীনে পড়াশোনার পাশাপাশি চালু করেছে বিএড কলেজ, প্যারা মেডিক্যাল কলেজও। বৃহস্পতিবার প্রেস কর্নারে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে সংস্থার সভাপতি ডা. সুশান্ত দাস জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে আগামী ২০২৪-২০২৫ আর্থিক বছরেই তাঁরা চালু করছেন মেডিকেল কলেজ। যেখান থেকে মিলবে এমবিবিএস ডিগ্রী। তিনি জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলায় সরকারী মেডিকেল কলেজের পাশাপাশি এই প্রথম কোনো বেসরকারী উদ্যোগে মেডিকেল কলেজ চালু হতে চলেছে। প্রথম ধাপে ১০০ আসন থাকছে। ইস্ট ওয়েস্ট মডেল স্কুলের প্রিন্সিপাল তাপস কুমার সিনহা জানিয়েছেন, গোটা রাজ্যের বুকেই এই ধরণের নজীর কম, যেখান থেকে জীবনের প্রথম পড়াশোনা শুরু করে সেখান থেকেই ডাক্তার, আইনজীবী কিংবা শিক্ষক শিক্ষিকা হয়ে সেখানেই চাকরীর সুযোগ মিলবে। অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদিকা নন্দিতা দাস।