পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার অন্তর্গত দেনো গ্রামে। জানা গেছে যে বাড়ির গরুর খাটালে বাবা ছেলে মিলে কাজ করছিল, কাজ করা কালীন হঠাৎই বচসা বাধে বাবা ছেলের মধ্যে , ছেলের হাতে থাকা খড় কাটার কাস্তে বা কাটারি দিয়ে বাবার ঘাড়ে কোপ বসিয়ে দেয় ছেলে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মৃত্যু হয় বাবার। ভয়াবহ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।মৃত ব্যক্তির নাম বাসুদেব পাত্র, বয়স আনুমানিক ৬৫ বছর। ছেলের নাম বিশ্বজিৎ পাত্র, বয়স আনুমানিক ৩৫ বছর।
এই ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যক্তিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেলের পুলিশ মর্গে পাঠায় ।
পুলিশ সূত্রে জানা গেছে গ্রেপ্তার করা হয়েছে বিশ্বজিৎ পাত্রকে এবং খুনের অভিযোগে ধৃত কে শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।