মানিকচকে শর্ট সার্কিট থেকে আগুন!একটি বাড়ির সর্বস্ব পুড়ে ছাই।

0
228

নিজস্ব সংবাদদাতা, মালদা—মানিকচকে শর্ট সার্কিট থেকে আগুন!একটি বাড়ির সর্বস্ব পুড়ে ছাই। ক্ষতির পরিমাণ আনুমানিক তিন লক্ষ। মালদার মানিকচক ব্লকের চৌকি মিরদাদপুর অঞ্চলের সাহেবনগর গ্রামে বৃহস্পতিবার রাত্রে হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুন লাগে আজমিরা বেওয়ার(৩০) বাড়িতে বলে স্থানীয়দের অনুমান।আজমিরা বেওয়া ডেঙ্গু আক্রান্ত হওয়ায় মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।সেই অবস্থায় বাড়িতে আসবাব পত্র থেকে শুরু করে সর্বস্ব পুড়ে ছাই।

গত দশ বছর আগে আজমিরা দেওয়ার স্বামী মারা গেছে। সেই থেকে আজমিরা বেওয়া একটি ছোট্ট মুদির ও মনিহারীর দোকান করে নিজের মেয়ে রাজিকা খাতুন(১৩)কে নিয়ে জীবিকা নির্বাহ করেন। বৃহস্পতিবার রাতে হঠাৎ শর্ট সার্কিট হয়ে আগুন লেগে বাড়িতে রাখা নগদ ২৫ হাজার টাকা, সোনা গহনা,আসবাব,মুদি ও মনিহারি দোকানের সামগ্রী সহ বাড়ির সর্বস্ব আগুনে ভস্মীভূত হয়ে ছারখার হয়ে যায়।দমকলের একটি ইঞ্জিন আসার আগেই সব কিছু পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা আক্তারুল আলী বলেন বৃহস্পতিবার রাতে হঠাৎ করে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে আমরা অনুমান করা হছে। এতে বিধবা আজমিরার দুটো বাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে। কিছুই বাঁচেনি। বাড়ির আসবাব থেকে শুরু করে দোকানের জিনিসপত্র সমস্ত কিছুই আগুনে ভস্মিভূত হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। যদিও দোমকল আসার আগেই আগুনে সবকিছু খশীভূত হয়ে গেছে

 

পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিনিধি শেখ কাশিম আলীর বলেন ‘খুবই দুঃখজনক ঘটনা। বিধবা আজমিরা দেওয়ার আর কিছুই থাকলো না। প্রশাসনকে বলবো আজমিরা বেওয়ার পাশে দাঁড়িয়ে ক্ষতিপূরণের ব্যবস্থা করুক।

স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ইদা খাতুন বলেন নগদ পঁচিশ হাজার টাকা সহ সোনাদানা মিলে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমি তার পাশে আছি এবং সরকারকে বলবো তার পাশে দাঁড়াক।