মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদা খাদি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পরিষদের উদ্যোগে খাদি মেলার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে মালদা শহরের বিবেকানন্দ ক্রীড়া ময়দানে মেলার আয়োজন করা হয়। ফিতে কেটে এবং প্রদীপ এবং তাদের প্রজ্জ্বলন করে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপস্থিত ছিলেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলাশাসক নীতিন সিংহানিয়া, দপ্তরের জয়েন্ট সেক্রেটারি নিমাই চাঁদ হালদার,ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা।
এদিন প্রথমে ফিতে কেটে উদ্বোধন করা হয় খাদি মেলার। এরপর জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলন করে সূচনা করা হয় মেলার। অতিথিদের স্বাগত জানাতে আদিবাসী শিল্পীরা উপস্থিত ছিলেন মেলা প্রাঙ্গণে। ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে খাদি মেলা। জেলা ছাড়াও অন্যান্য জেলার শিল্পীরা তাদের তৈরি সামগ্রী নিয়ে অংশগ্রহণ করেন মেলায়। এবছর ১০২ টি স্টল রয়েছে খাদি মেলায়। জামা, কাপড়, হ্যান্ডলুম, বেতের তৈরি আসবাবপত্র, কাঠের আসবাবপত্র, মুখরাচক খাবারের স্টলসহ বিভিন্ন স্টলে শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী প্রদর্শনী ও বিক্রি করা হবে এবং মানুষের কাছে খাদির ব্যবহার যাতে আরো বাড়ে সেই লক্ষ্যে এই মেলার আয়োজন। বলে জানান জেলা শাসক নীতিন সিংহানিয়া নিয়ে।