দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বোল্লা রক্ষা কালী মন্দিরের প্রবেশের প্রধান গেটের উদ্বোধন করলেন বালুরঘাটের সাংসদ ড: সুকান্ত মজুমদার। ওই গেটটি সাংসদ তহবিলের প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। ওই গেটটি নির্মাণ করা হয়েছে।
এদিনের বোল্লা কালী মন্দিরের প্রবেশদ্বারের উদ্বোধনের পর সুকান্ত মজুমদারের কাছে বোল্লা তে হল্ট স্টেশন এর দাবী জানান মন্দির কমিটি এবং এলাকাবাসী।
প্রতিবছর বোল্লা মেলার তিনদিন বোল্লা হলটে স্টপেজ দেয় উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। এবারও আগামী শুক্রবার থেকে বোল্লা মেলা উপলক্ষে বিভিন্ন ট্রেনের স্টপেজ দেওয়া হবে বোল্লাতে। কিন্তু গ্রামবাসীদের দাবি, বলল তে একটি হল্ট স্টেশন করতে হবে। যেখানে কিছু ট্রেনের স্টপেজ হবে। এদিন হল্ট স্টেশন এর দাবিতে সুকান্ত মজুমদারের কাছে আবেদন জানান এলাকার বাসিন্দারা। বিজেপি রাজ্য সভাপতি সুগন্ধা মজুমদার জানান, বিষয়টা নিয়ে তিনি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ডি আর এম এবং জেনারেল ম্যানেজারের সাথে কথা বলবেন।