পূর্ব মেদিনীপুর-তমলুক, নিজস্ব সংবাদদাতা:– দিনে দিনে বাড়ছে টোটোর সংখ্যা৷ ফলে রাজ্য সড়ক হোক কিংবা জাতীয় সড়কে ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনা কমাতে উচ্চ আদালত ও পরিবহন দপ্তরের আদেশ অনুসারে জাতীয় সড়ক ও রাজ্য সড়কে টোটো চলাচল অবৈধ ঘোষণা করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক এই শহরে রয়েছে মেডিকেল কলেজ, তাম্রলিপ্ত মহা বিদ্যালয় ও বেশ কয়েকটি উচ্চ বিদ্যালয়, সহ একাধিক নার্সিংহোম এবং গুরুত্বপূর্ণ কয়েকটি অফিস। তমলুক শহরে যদি রাজ্য সড়কে টোটো চলাচল বন্ধ হয় তাহলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষেরা তেমনি অপর দিকে ক্ষতির সম্মুখীন হবে টোটো চালকেরা। তাই সমস্ত দিক আলোচনার জন্য তমলুক সহ টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে তমলুক মহাকুমা শাসকের অফিসে প্রতিনিধি মূলক ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন মহকুমা শাসকের প্রতিনিধি ও পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিক পুলিশের প্রতিনিধি। আগামী সোমবার তমলুক মহকুমা শাসকের অফিসে আইনকে মান্যতা দিয়ে টোটো চলাচলের বিষয়ে আলোচনা হবে এবং সেই পর্যন্ত তমলুক শহরে টোটো চলাচল নিত্য দিনের মতোই স্বাভাবিক থাকবে এমন টাই জানান তমলুক টোটো ইউনিয়নের সভাপতি চঞ্চল খাড়া।
Home রাজ্য দক্ষিণ বাংলা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহর টোটো ইউনিয়ন চালকের পক্ষ থেকে তমলুক মহকুমা...