বঙ্গকৃতি সম্মানে ভূষিত হলেন বিশিষ্ট সমাজসেবী শ্রীকান্ত বধূক ।

0
242

ঝাড়গ্রাম – গোপীবল্লভপুর, নিজস্ব সংবাদদাতা:- শ্রীকান্ত বধূক ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর -১ ব্লকের ছাতিনাশোল গ্রামে অত্যন্ত গরীব পরিবারে জন্মগ্রহণ করেন । সেই সময় আমাদের অবস্থা ছিলো ‘নুন আনতে পান্তা ফুরোয় ‘-এর মতো । পড়াশুনা করার জন্য বই কেনার ক্ষমতা শ্রীকান্ত বাবুর ছিলো না তাই অন্যের পুরনো বই সংগ্রহ করে পড়াশুনা করেছেন । প্রতিজ্ঞা ছিলো পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর এবং যারা অর্থের অভাবে পড়াশুনা করতে পারছে না ও চিকিৎসা করাতে পারছে না তাদের জন্য কিছু করবা । এই চিন্তা ভাবনা থেকেই নিজের জীবনের বহু প্রতিকূলতাকে জয় করে প্রতিষ্ঠা করেন ‘স্বর্ণদীপ চ্যারিটেবল ট্রাস্ট’ । ‘এক টাকার পাঠশালা ‘ এই ট্রাস্টের একটা জনকল্যাণ কর্মসূচির অংশ যেখানে পড়াশুনার সাথে সাথে নাচ, গান, অঙ্কন, ক্যারাটে শেখানো হয় । পাঠশালার পড়ুয়াদের আমরা সারা বছর পোশাক সহ সমস্ত পড়াশুনার সামগ্রী ও টিফিন সরবরাহ করে থাকেন । এই রকম তিনটি পাঠশালা বীরভূম, সুন্দরবন ও কোলকাতায় আছে ।
এছাড়া সুন্দরবন এলাকার যে সব দরিদ্র মানুষ জীবন জীবিকার তাগিদে নদীতে মাছ, কাঁকড়া বা মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে আহত হন ও পরে মৃত্যু হয় তাদের পরিবারকে প্রতি মাসে ‘ব্যাঘ্র বিধবা ভাতা ‘ দেওয়া হয় স্বর্ণদীপের পক্ষ থেকে ।
সারা বছর আমরা গোটা পশ্চিমবাংলা জুড়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির চালিয়ে যাচ্ছেন । এই সব জনকল্যাণমূলক কাজের জন্য আজ আমাকে ‘বঙ্গকৃতি সম্মান’-এ সম্মানীত করা হয় । এই সম্মান পেয়ে উনিঅলি আপ্লুত অভিভূত । কৃতজ্ঞতা জানাই পায়েল সরকার ORGANISATION ও চয়নী কলা সঙ্গমকে । পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মন্ত্রী বীরবাহা হাঁসদা ও মাননীয় বিধায়ক নির্মল মাঝি মহাশয়ের হাত থেকে এই সম্মান পেয়ে আমার কাজের দায়বদ্ধতা আরো বেড়ে গেলো । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার শ্রী অলোক কুমার, শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (MP), বেশ কয়েকজন বিধায়ক ও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদের আশীর্বাদ আমাকে আগামীদিনে অনুপ্রেরণা যোগাবে ।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পায়েল সরকার মহাশয়াকে আমাকে এই সম্মানের জন্য মনোনীত করার জন্য