বালুরঘাটে জেলা বিজেপির পক্ষ থেকে শারীরিকভাবে অক্ষম মানুষদের জন্য একটি ক্যাম্পের আয়োজন করা হয়।

0
359

নিজস্ব সংবাদদাতা, দঃ দিনাজপুরঃ- কেন্দ্র সরকারের একটি প্রকল্পর অধীনে দীবাঙ্গজন বা শারীরিকভাবে অক্ষম মানুষদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ শুরু। শনিবার বালুরঘাটে জেলা বিজেপির পক্ষ থেকে এমন একটি ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার, বিধায়ক বুধরাই টুডু, বিজেপি জেলা সভাপতি সরূপ চৌধুরী সহ অনান্যরা।
বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ভারত সরকারের এই প্রকল্পে এজেলায় মোট ১ হাজার ৬৮ জন দীবাঙ্গজন মানুষ তাদের প্রয়োজনীয় সামগ্রী পাবেন। মোট সামগ্রী রয়েছে ২০১৬ টি। এজন্য ব্যয় হয়েছে ৯৫ লক্ষ ৪১ হাজার টাকা। ভারত সরকারের নিদিষ্ট এজেন্সির মাধ্যমে একাধিক শিবির চালিয়ে চিহ্নিত করা হয়েছিল এই দীবাঙ্গজনদের। বালুরঘাট থেকে সামগ্রী প্রদান শুরু হল। এরপর গঙ্গারামপুর এবং বুনিয়াদপুরে এমন শিবির করে শারীরিক অক্ষমদের প্রয়োজন সামগ্রী বিলি করা হবে।