মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো বাইক চালকের।

0
205

নিজস্ব সংবাদদাতা, মালদা:—–শনিবার সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো বাইক চালকের।ঘটনাটি ঘটে কালিয়াচক থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের ছায়া বাণী এলাকায় ।মোটরবাইকের সঙ্গে ট্রাকে ধাক্কায় মৃত মোটরবাইক চালক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াচক থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে মোটরবাইকটি
সুলতানগঞ্জ থেকে কালিয়াচকের দিকে যাচ্ছিল।ঠিক সেই সময় রাস্তার পাশে অবৈধভাবে লরি পার্কিং করা হচ্ছে রাস্তার উপরে সেই পরিস্থিতিতে ফারাক্কা হইতে আশা একটি লরি পিছন দিকে হঠাৎই ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মৃত হয় ওই বাইক চালকের।মোটরবাইক চালক নাম আক্তার শেখ বয়স (৩৫) বছর।বাড়ি কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকায়।স্থানীয়দের অভিযোগ ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে ঠুটিয়া ব্রিজ থেকে ছায়াবানী পর্যন্ত রাস্তার উপরেই অবৈধভাবে পার্কিং করে পাথর ও বালি বিক্রয় করা হয় কাজরে আজ এই পথ দুর্ঘটনায় মৃত্যু হল এমনটাই অভিযোগ এলাকাবাসীর।এই নিয়ে খুব প্রকাশ করেছেন এলাকাবাসী তারা জানিয়েছেন অবৈধ পার্কিং বন্ধ করা হোক প্রশাসনের কাছে এই দাবি রাখছেন। ।কালিয়াচক থানার পুলিশ বাইক চালকের মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত জন্য পাঠিয়ে।ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ,ঘটনার তদন্ত শুরু করেছে।