আমরা কৃষক ফসল ফলাই
রোদ বৃষ্টিতে ভিজে
সমাজের মুখে ভাত তুলে দিই
অভুক্ত থেকে নিজে।
মাটিকে আমরা মা বলে জানি
নাড়ির টানে বাঁধা
ভালোবেসে তাই গায়ে হাতে পায়ে
মুখেতে মাখি কাদা।
সকাল থেকে সারাটা দিনই
এ মাঠে ও মাঠে ঘুরি
হরেক রকম চারা লাগাই
ওড়ে স্বপ্নের ঘুড়ি।
রাত্রিরে শুধু ঘরে ফিরে আসা
মন পড়ে থাকে মাঠে
মাঠেতেই আমাদের শৈশব যায়
মাঠেতেই যৌবন কাটে।
আমাদের পুরো জীবন কাহিনী
মাটিতে আছে লেখা
কত ভাঙা গড়ার এ সভ্যতার
মাটিতে পেয়েছি দেখা।
মাটির বুকেতে মাথা রেখে
দেখেছি মায়ের মুখ
আমরা মাটিরই ছেলে – মেয়ে
গর্ব করে সুখ।