নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ – সাত সকালে প্রস্তুতি মায়ের মৃত্যু জয়পুরে, হসপিটালের গেটে এসেও পৌঁছতে পারল না এমার্জেন্সি রোগী রাস্তার কারণে মর্মান্তিক মৃত্যু বাঁকুড়ার জয়পুরে। এই মুহূর্তে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সাতসকালে প্রস্তুতি মায়ের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা।
জানা যায় জয়পুর হসপিটালে ঢোকার মুহূর্তে রাস্তা কাটা অবস্থায় পড়ে রয়েছে কয়েকদিন ধরে ।emergency রোগী অ্যাম্বুলেন্স কাছে এসেও ঢুকতে না পারার কারণে রোগীর মৃত্যু অভিযোগ মৃত প্রস্তুতি মায়ের বাড়ির লোকের।
এর দায়ী কে উঠছে প্রশ্ন।
যেখানে একটি জনবহুল এমার্জেন্সি হসপিটাল রয়েছে রোগীদের বাঁচানোর জন্য সেই হসপিটালের কাছে এসেও এমার্জেন্সি রোগীকে নিয়ে আসতে পারছে না বাড়ির লোকেরা।
প্রায় কয়েক কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হচ্ছে হসপিটাল আর এই হসপিটাল কে আনতে গিয়ে মাঝ রাস্তায় প্রাণ গেল এক প্রস্তুতি মায়ের। জয়পুর ব্লকের ডান্ডে গ্রামে বাপের বাড়ি আর বাপের বাড়িতে সাধান্য খেয়ে মর্মান্তিক পরিণতি জানা যায় পেটে দু দুটি জমজ বাচ্চা ছিল গতকাল সাধান্য হয় সাধন্য বাড়িতে এসেছিলেন সকল আত্মীয়-স্বজন, হঠাৎই পেটের যন্ত্রণা হয় আর যন্ত্রণা শুরু হতে তড়িঘড়ি ছুটে আসেন জয়পুরে, আর হসপিটালে এসো মর্মান্তিক পরিণতি চিকিৎসা করার সুযোগই পেলাম না ডাক্তারবাবুর।ভেবেছিল কেউ আজ সকালে মারা যাবে একমাত্র এই রাস্তার কারণে স্বপ্নেও ভাবতে পারেন কেউ কতই আশা ছিল সেই আশায় নিরাশায় পরিণত হয়ে গেল সাত সকালে।
Home রাজ্য দক্ষিণ বাংলা সাত সকালে প্রস্তুতি মায়ের মৃত্যু জয়পুরে, হসপিটালের গেটে এসেও পৌঁছতে পারল না...