‘অনুকূল বিশ্বাসের বই ‘গৌড়ভূমে আত্মজ’র উদ্বোধন’।

0
977

মহীতোষ গায়েন, কলকাতা:-  বিশিষ্ট লেখক ও রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের গণিত বিষয়ের শিক্ষক শ্রী অনুকুল বিশ্বাসের অষ্টম বই ‘গৌড়ভূমে আত্মজ’ গত ১৯শে নভেম্বর,২০২৩, রবিবার সন্ধ্যায় মালদহ শহরের বিনয় সরকার অতিথি আবাসের মিটিং হল-এ মোড়ক উন্মোচিত হল। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মালদহের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুভ সূচনায় রবি ঠাকুরের সুরে গলা মেলালেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী কাকলি বিশ্বাস। অতঃপর লেখক অনুকূল বিশ্বাস,তাঁর সহধর্মিনী নবনীতা বিশ্বাস ও তাঁদের একমাত্র কন্যা ঐশিকী বিশ্বাস আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের উত্তরীয়, ফুলের তোড়া ও বিশেষ উপহার দিয়ে বরণ করেন।

বিশিষ্ট অতিথিদের মধ্যে যাঁদের উপস্থিতি অনুষ্ঠান মঞ্চ আলোকিত করেছিল তাঁরা হলেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় স্বামী তাপহরানন্দ মহারাজ, বঙ্গরত্ন ও প্রাক্তন অধ্যাপক শক্তিপদ পাত্র, বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক শিবেন্দুশেখর মিশ্র, মালদা গৌড় কলেজের অধ্যাপিকা সুস্মিতা সোম, সাহিত্যিক শ্রী প্রশান্ত গুহ মজুমদার, প্রাক্তন শিক্ষক শ্রী জগদীশচন্দ্র রায় ও শামসুল হোদা মহাশয়।

বরণ পরবর্তীতে ‘হল’ ভর্তি দর্শকের সামনে অনুকূল বিশ্বাসের বই ‘গৌড়ভূমে আত্মজ’ নিয়ে আলোচনা করেন শ্রী শিবেন্দুশেখর মিশ্র, স্বামী তাপহরানন্দ মহারাজ, শ্রীমতি সুস্মিতা সোম এবং শ্রী শক্তিপদ পাত্র।এরপর বিশিষ্ট গম্ভীরা শিল্পী শ্রী অমর মন্ডল স্থানীয় খোট্টা ভাষায় তাঁর নিজের লেখা একটি গান পরিবেশন করেন।পরবর্তী নিবেদনে লেখকের ‘রাঙ্গামাটির পথে’ কাব্যগ্রন্থ থেকে কবিতা ‘অন্তরে’ পাঠ করে শোনান কবি চঞ্চল মন্ডল এবং রবীন্দ্র সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী রূপালি ব্যানার্জি।

অনুষ্ঠানের সর্বশেষ অংশ হিসেবে লেখক ‘গৌড়ভূমে আত্মজ’ ইতিহাস ও গবেষণামূলক বইটির ভাবনা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। কেন তিনি এই ধরনের বই লেখায় মনোযোগী হলেন সেবিষয়ে দীর্ঘদিনের পরিকল্পনার কথা উপস্থিত শ্রোতাদের সামনে তুলে ধরেন।অনুকূল বিশ্বাসের ‘গৌড়ভূমে আত্মজ’ বই মালদহের ইতিহাস ও সংস্কৃতির প্রেক্ষাপটে রচিত। তিনি বর্তমান প্রজন্মের সামনে গৌড়ের গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রাঞ্জল চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন। সমগ্র অনুষ্ঠানটি সুনিপূণ ও সুচারুভাবে সঞ্চালনা করেছেন বিশিষ্ট গল্পকার শ্রী অরিন্দম ঘোষ।