এক পুজো কমিটির সাথে হাজার হাজার টাকা প্রতারণা করার অভিযোগ এক প্যান্ডেল ব্যবসায়ীর।

0
117

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এক পুজো কমিটির সাথে হাজার হাজার টাকা প্রতারণা করার অভিযোগ এক প্যান্ডেল ব্যবসায়ীর। পুজো চলে এলেও প্যান্ডেল না হাওয়াই দিশেহারা পুজো কমিটির সদস্যরা। ঘটনাটি নদীয়ার শান্তিপুর শহরের তেলিপাড়া বারোয়ারির শ্রী শ্রী শ্বেত নারায়ণ পুজো কমিটির সাথে ঘটে। ওই পুজো কমিটির সদস্যদের দাবি, তারা এ বছর ৫২ তম বর্ষে পদার্পণ করছে, এ বছর তাদের পুজো মণ্ডপের থিম ছিল অর্ধনারীশ্বর। প্রত্যেক বছর শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসবে তারা বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুজো মন্ডলের থিম করে থাকে, যা দেখার জন্য বাঁধ ভাঙা মানুষের ভিড় হয় প্রত্যেক বছরই। মানুষের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় কমিটির সদস্যদের, কিন্তু ৫২ তম বর্ষে তাদের সাথে ঘটল এক বিরল ঘটনা, যা আজ পর্যন্ত শান্তিপুরের রাস উৎসবের ইতিহাসে কখনো ঘটেনি। অভিযোগ দুর্গাপূজো শেষ হতেই বর্ধমানের এক প্যান্ডেল ব্যবসায়ীকে তারা ৫০ হাজার ৫০০ টাকা পুজো মন্ডপ তৈরির জন্য বায়না দিয়েছিলেন, তারপর রাস উৎসবের দিন ঘনিয়ে এলেও মন্ডপ তৈরীর বাস পড়ছে না তাদের এখানে তখনই সন্দেহ তৈরি হয় সদস্যদের মধ্যে। যদিও ওই প্রতারক ব্যবসায়ীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে সদস্যরা, কিন্তু কোনরকম যোগাযোগ করা সম্ভব না হওয়ায় অবশেষে বর্ধমানের ওই ব্যবসায়ীর বাড়িতে যান তারা,তবে সেখানেও ঐ প্রতারক প্যান্ডেল ব্যবসায়ীর খোঁজ মেলেনি। সদস্যদের দাবি, রাত পোহালেই রাস উৎসব কিন্তু তাদের পুজো মণ্ডপ এখনো তৈরি হয়নি, মাত্র গুটিকয়েক বাস ফেলা হয়েছে। এই মুহূর্তে কপালে যেমন চিন্তার ভাজ অন্যদিকে হতাশায় ভুগছেন এলাকার মানুষসহ রাস কমিটির সদস্যরা। যদিও এই ঘটনায় প্রতারক প্যান্ডেল ব্যবসায়ীর বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পুজো উদ্যোক্তারা। তবে এই ধরনের প্রতারণার ঘটনায় রীতিমতো ক্ষোভে ফুঁসছে গোটা এলাকার মানুষ।