ফুচকাতে বিষক্রিয়া, ফুচকা খেয়ে অসুস্থ কমপক্ষে ৫০ জন।

0
186

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ফুচকাতে বিষক্রিয়া, ফুচকা খেয়ে অসুস্থ কমপক্ষে ৫০ জন। প্রত্যেকেই নদীয়ার বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়া বেথুয়াডহরি মড়কখোলা ও মাঠপাড়া এলাকার। সূত্রের খবর এদিন সন্ধ্যেবেলায় ওই এলাকার বহু মানুষ এক ফুচকা বিক্রেতার কাছ থেকে ফুচকা খান। এর পরে ভোর রাত্রে থেকেই অসুস্থতা বোধ করেন।ভোরবেলায় প্রত্যেকের ঘনঘন মলত্যাগ ও বমি হতে থাকে, পাশাপাশি প্রত্যেকের কাঁপুনিও শুরু হয়। এরপরে বেথুয়াড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে আসে স্থানীয় লোকজনেরা। বর্তমানে ৫০ জনের অসুস্থতার খবর পাওয়া যায়। অনেকেরই প্রাথমিক অনুমান ফুচকাতে বিষক্রিয়ার ফলেই এই অসুস্থতার কারণ। এই ঘটনায় রীতিমতো চিন্তায় ফেলেছে গোটা গ্রামবাসীকে। এই বিষয়ে তদন্তের দাবি করছেন অসুস্থদের পরিবাররা। এই নিয়ে তারা প্রশাসনের কাছে অভিযোগ জানাবেন বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ফুচকা বিক্রেতার নাম প্রভাস সরকার বাড়ি বিক্রমপুর পঞ্চায়েতের অন্তর্গত বামনডাঙ্গা তে।