বিশ্বকাপ ক্রিকেট ক্যুইজ প্রতিযোগিতা দুবরাজপুরে।

0
141

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- সদ‍্য শেষ হয়েছে ক্রিকেট বিশ্বকাপ। তৈরি হয়েছে নতুন নতুন রেকর্ডও। ফলে ক্রিকেট ইতিহাসের ভাঁড়ারে এখন আরও রসদ। তাই ক‍্যুইজপ্রেমীদের উপযুক্ত মরশুম এটাই। একথা মাথায় রেখেই দুবরাজপুর শহরের ডিএসএ ক্লাবের উদ্যোগে এবং রায় ডেকোরেটার্স ও ইভেণ্টের সহযোগিতায় বিশ্বকাপ ক্রিকেট ক্যুইজ ২০২৩ এর আয়োজন করা হয় দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাংস্কৃতিক মঞ্চে। এই বিশ্বকাপ ক্রিকেট ক্যুইজের ভাবনা ও সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট শিক্ষক তথা কুইজ মাস্টার সৌমেন মুখার্জি। উল্লেখ্য, ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। কিন্তু ফাইনালে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এই ক্রিকেট বিশ্বকাপের রেস এখনও কাটেনি ক্রিকেট প্রেমীদের মধ্যে। তাই তাঁদের কথা মাথায় রেখে ডিএসএ ক্লাবের এই আয়োজন। এই ক্যুইজ প্রতিযোগিতায় ভালোই সাড়া পাওয়া গিয়েছে। এদিন বাছাই পর্বে ১৮ টি গ্রুপ অংশগ্রহণ করে। তবে সেখান থেকে ৬ টি গ্রুপ মূল পর্বে কোয়ালিফাই করে। বিশ্বকাপ ক্রিকেট ক্যুইজে এদিন চ্যাম্পিয়ন হয় সৌম্যজিৎ চ্যাটার্জি ও অর্ণব রায়। উদ্যোক্তাদের পক্ষ থেকে আকর্ষনীয় পুরস্কার দেওয়া হয় বলে জানান বিশিষ্ট শিক্ষক তথা কুইজ মাস্টার সৌমেন মুখার্জি।