রাজা নরেন্দ্র লাল খান মহা বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় সংবিধান দিবস পালিত হল।

0
331

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সারা দেশের পাশাপাশি রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে রাজা নরেন্দ্র লাল খান মহা বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় সংবিধান দিবস পালিত হল। মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের ছাত্রীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানটি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু করা হয়। সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন মেদিনীপুর কোর্টের সিভিল জজ জুনিয়র ডিভিশন ফার্স্ট কোর্ট সুদেশনা সামন্ত। তিনি তাঁর ভাষণে সংবিধানের মৌলিক অধিকারের বিষয়গুলি উল্লেখ করে তার ব্যাখ্যা করেন। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাজকর্ম স্কিম প্রভৃতির সম্পর্কে আলোচনা করেন সিনিয়র লিগ্যাল আসিস্টেন্ট কাজি মহম্মদ মুর্তজা। তিনি এন্টি রেগিং একটি সম্পর্কে আলোকপাত করে বক্তব্য রাখেন।মৌলিক অধিকার ও কর্তব্যের বিষয়ে আলোচনা করেন আইনজীবী অঙ্কুর কর্মকার ও আইনজীবী অরিন্দম দাস। মহাবিদ্যালয়ের পক্ষ থেকে উক্ত স্কিমের দায়িত্বে থাকা অধ্যাপক গন অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।