মালদায় অনুষ্ঠিত হলো বোন ফোটা।।

0
157

নিজস্ব সংবাদদাতা, মালদহ:-ভাইদের মঙ্গল কামনায় দিদিরা ভাইফোঁটা দেয় এই উৎসব হয়ে আসছে বিভিন্ন রিতি ও প্রথা মেনে কিন্তু মালদায় অনুষ্ঠিত হলো বোন ফোটা।প্রায় চার বছর ধরে এই বোন ফোটা অনুষ্ঠান হয়ে আসছে মালদহে।ক্যালেন্ডারে ভাইফোঁটার উল্লেখ থাকলেও বোন ফোঁটার কোন উল্লেখ নেই, তাহলে কি বোনেদের মঙ্গল কামনা করা যাবে না। তাই প্রতিবছরের ন্যায় এ বছর মালদায় বোন ফোঁটার আয়োজন করা হলো। বোনরে তোর বাড়ুক আয়ু, জীবন যমে পড়ুক কাঁটা, শাস্ত্রগুরু চোখ রাঙ্গালেও, বোনরা দিক বোনকে ফোঁটা, এই মন্ত্র উচ্চারণ সহকারে বোনেদের মঙ্গল কামনায় মালদায় আয়োজিত হল বোন ফোঁটা। মালদা শহরের নজরুল সরণী সংলগ্ন মালদা উঠোনে আয়োজন করা হয় বোন ফোঁটার। বিভিন্ন বয়সের মহিলারা একত্রিত হয়ে আজ বোন ফোঁটার আয়োজন করেন। শঙ্খ বাজিয়ে নিয়ম নিষ্ঠার সঙ্গে মহিলারা পালন করেন বোন ফোঁটা। তাদের নিজেদের তৈরি মন্ত্র উচ্চারণ করে ফোঁটা দেন তারা। জানা গেছে এই বছর এই বোন ফোঁটা চার বছরে পড়ল। পাশাপাশি সম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের বোনেরাও এদিন বোন ফোঁটায় অংশ নিতে দেখা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here