চৈতন্যভূমি নবদ্বীপে রাস যাত্রা উপলক্ষ্যে অসংখ্য মানুষের ভিড়।

0
333

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  চৈতন্য ভূমি নবদ্বীপে ঐতিহ্যমন্ডিত রাসযাত্রা উপলক্ষ্যে এদিন সকাল থেকে অসংখ্য মানুষের ভিড় শহরের বিভিন্ন রাস্তায়। দেখা গেল বিভিন্ন পুজা কমিটির পক্ষ থেকে
চিরাচরিত প্রথা মেনে নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতলায় নবদ্বীপের আরাধ্যা দেবী মাপোড়ামার মন্দিরে নবমী পুজো দেওয়ার জন্য ভিড় করছেন।

যদিও কয়েক বছর আগেও যেখানে এই নবমী পুজো দিতে পূজা কমিটিগুলো বিভিন্ন
ধরনের বাদ্যযন্ত্র সহকারে দলবদ্ধ ভাবে মা পোড়ামার মন্দিরে পুজো দিতে আসত।
কিন্তু আতিমারি করোনার সময় থেকে এই প্রথার উপর প্রশাসনের পক্ষ থেকে কিছু বিধি নিষেধ আরোপ করা হয়,যে কারনে পূজা কমিটি গুলি বিভিন্ন আধুনিক বাদ্যযন্ত্র ব্যতিরেকে নবমী পুজোর শোভাযাত্রা বাদ দিয়ে নবমী পুজো দিতে বাধ্য হচ্ছেন। এছাড়া এদিন শহরের বিভিন্ন এলাকার পূজা মন্ডপ গুলিতে দেখা যাচ্ছে অসংখ্য মানুষের ভিড়।