দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- সমাজসেবায় ব্যত হয়ে পথ চলা। মানুষের পাশে, মানুষের সাথে থাকার অঙ্গীকার নিয়ে বিগত ২০ বছর ধরে কাউন্সিলার পদে আসীন রয়েছেন দুবরাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সেখ নাজির উদ্দিন।
তিনি সারাবছর বিভিন্ন সমাজসেবা মূলক কাজের সাথে যুক্ত থাকেন। তাই আজ ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সেখ নাজির উদ্দিনের উদ্যোগে এবং দুর্গাপুরের আইকিউ সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় ইসলামপুর পশ্চিমপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন এলাকার দুই শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। এই শিবিরের উদ্বোধন করেন জেলার সরকারী আইনজীবী মলয় মুখোপাধ্যায়। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, কাউন্সিলার মানিক মুখার্জি, সেখ নাজির উদ্দিন, আইকিউ সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রফেসর ডাক্তার অচিন্ত্য রায়, সিএসআর দেবাশিষ মুখার্জী, সিএসডব্লু কর্মী আজিজুল হক সহ আরও অনেকে। এদিন এই শিবিরে মেডিসিন, চক্ষু, গাইনো বিভাগের চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা দেন। তাছাড়াও ইসিজি, প্রেসার, সুগার বিনামূল্যে পরীক্ষা করা হয়। এই শিবিরে জেলার সরকারী আইনজীবী মলয় মুখোপাধ্যায় এবং দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডেও এদিন এই শিবিরে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করান। এই পরিষেবায় সাধারণ মানুষ উপকৃত হবেন বলে জানান উপস্থিত অতিথিরা। সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন বলে জানান কাউন্সিলার সেখ নাজির উদ্দিন।