দেড় বছরেরও বেশি সময় ধরে ব্রীজ ভেঙ্গে থাকা সত্ত্বেও হেলদোল নেই প্রশাসনের।

0
136

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- দেড় বছরের বেশি সময় ধরে পাকা সেতু ভেঙে রয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুঘাট ব্লকের বোয়ালদা গ্রাম পঞ্চায়েতের কাশিয়াডাঙ্গা এলাকার ঘটনা। দেড় বছরেরও বেশি সময় ধরে ব্রীজ ভেঙ্গে থাকা সত্ত্বেও হেলদোল নেই প্রশাসনের। সমস্যায় বোয়ালদা গ্রাম পঞ্চায়েত এবং জলঘর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষজন।

২০২২ সালের ১১ ই ফেব্রুয়ারি বৈদ্যুতিক সিমেন্টের খুঁটি বহনকারী একটি লরি ওই পাকা ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ব্রীজ টি হুরমুড়িয়ে ভেঙে পড়ে। ব্রিজের উত্তর প্রান্তে রয়েছে বোয়ালদা গ্রাম পঞ্চায়েত এবং দক্ষিণ দিকে জলঘর গ্রাম পঞ্চায়েত এলাকা। যদিও ব্রীজ টি বোয়ালদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। ফলে ওই এলাকার দুই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা যাতায়াতে চরম সমস্যায় রয়েছেন দেড় বছরের বেশি সময় ধরে। বর্তমানে বাঁশের মাচার ওপর বৈদ্যুতিক সিমেন্টের খুঁটি ফেলে ঝুঁকি নিয়ে পারাপার করছেন গ্রামবাসীরা। গত পঞ্চায়েত নির্বাচনের সময় আশ্বাস দেওয়া সত্বেও পাকা ব্রিজ তৈরি করা হয়নি।