নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ টিউবয়েলের জল নিকাশি নালার চেম্বারের ঢাকনা রডের বদলে বাঁশ দিয়ে দিয়ে তার উপর মাটি চাপা দিলেন কনট্যাক্টর নবায়েন্দু চক্রবর্তী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের সাগর মেঝে শিশুবিদ্যালয়ে। কন্ডাক্টর কে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ক্যামেরার সামনে থেকে মুখ লুকিয়ে পালান। তৎক্ষণাৎ এলাকাবাসীর দাবি এই জল নিকাশি চেম্বারটির ঢাকনা রডের পরিবর্তে বাঁশের বাতা দিয়ে সিমেন্ট পাথর মিশিয়ে ঢাকনা মাটি দিয়ে চাপা দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ গ্রামের স্থানীয় বাসিন্দাদের ।এলাকার মানুষ আরও জানায় এই চেম্বারের উপরে বাচ্চারা খেলাধুলা করলে যে কোনো সময়ে দুর্ঘটনাও ঘটতে পারে। আপাতত ওই চেম্বারের কাজ বন্ধ থাকবে যতক্ষণ না রড দিয়ে ঢালাই হয় দাবী এলাকাবাসীর । তবে দেখার বিষয় উন্নয়নের ঝড় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রামে গ্রামে চলছে নানান প্রকল্পের কাজ। কিন্তু কিছু অসাধু ব্যক্তির নিজেদের মুনাফা আগলাতে যে কতই না বড়সড়ো, বিপদ সম্মুখীন কাজ করছে সেই রূপচিত্র দেখা গেল অঞ্চলের সাগর মেচে গ্রামে।