নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সম্প্রতি গত ২৪ থেকে ২৭ শে নভেম্বর ২০২৩, কলকাতা সাঁই জিমন্যাস্টিক সেন্টারে ৬৭ তম রাজ্য স্কুল জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশি অনুষ্ঠিত হয়, এই রাজ্য প্রতিযোগিতায় নদীয়া জেলার আন্ডার সেভেন্টিন গার্লস টিম তিন নম্বর স্থান অর্জন করে এই বিভাগে শিমুরালি উপেন্দ্র বিদ্যাভবন ফর গার্লস এর নবম শ্রেণীর ছাত্রী বারুই অংশগ্রহণ করে । এবং অপর বিভাগ আন্ডার ১৪ গার্লস বিভাগে শিমুরালি উপেন্দ্র বিদ্যাভবন ফর গার্লস স্কুলের দিয়া হালদার এবং পৌলোমী সরকার অংশগ্রহণ করে, এই বিভাগে দিয়া হালদার অলরাউন্ড থার্ড হয়ে আগামী দিল্লি স্কুল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবার যোগ্যতা অর্জন করে। এছাড়াও দিয়া হালদার ইন্দুভিজুয়াল অ্যাপার্ডার্স আন ইভেন বাড়ে প্রথম স্থান, অর্জন করে এবং ভল্টে তৃতীয় স্থান অর্জন করে, দিয়া হালদারের মোট মেডেলের সংখ্যা তিন একটি গোল্ড এবং দুটি ব্রোঞ্জ, এই দিয়া হালদার এ বছরই ওপেন ন্যাশনালে অলরাউন্ড থার্ড হয়েছিল, দিয়া হালদার মাত্র সাড়ে তিন বছর বয়স থেকে আমাদের জিমন্যাস্টিক একাডেমি সংস্কৃতি সঙ্গে তার প্রথম জীবনের প্র্যাকটিস শুরু করে। আমি পার্থসারথি রায় আমার হাত ধরেই ওর পথচলা শুরু বর্তমানে দিয়া হালদার সাঁইয়ের অন্যতম খ্যাতনামা কোচ মৃদুল অধিকারীর তত্ত্বাবধানে খেলো ইন্ডিয়ার হোস্টেলে আছে। এবং তার তত্ত্বাবধানে কঠোর অনুশীলন করছে। আমি দেয়ার প্রথম কোচ হিসাবে গর্ভ অনুভব করি এবং তার আরও সাফল্যে কামনা করি, আমি উৎসাহিত গর্বিত এবং আনন্দিত। আমি আশাবাদী এই মৃদুল স্যারের হাত ধরে দিয়া অনেক দূর পৌছবে। দিয়া পৌলোমী এবং নমিতা প্রত্যেকেই যেমন শিমুরালি উপেন্দ্র বিদ্যাভবনের ছাত্রী, তেমনি আমাদের একাডেমি, জিমন্যাস্টিকস একাডেমি সংস্কৃতি সংঘ এর ছাত্রী । আগামী ১লা ডিসেম্বর স্কুলের পরীক্ষা । বর্তমানে কলকাতার সাঁই একাডেমিতে আছে চিন্তাই বাবা দিলীপ হালদার মা উজ্জ্বলা হালদার। স্কুলের পরীক্ষা ও স্কুল ন্যাশানালের প্রস্তুতি আমাদের মেয়ে কি ভাবে সামলাবে বুঝতে পারছি না। তবে সাঁইয়ের থাকা দিয়ার কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। কোচ পার্থসারথী রায় খুব খুশী তিনি বলেন,শুধু দিয়া নয় পৌলোমী নমিতা এরা যথেষ্ঠ অনুশীলন করে। হয়তো এদের মধ্যে থেকে অলিম্পিকে অংশ গ্রহন করতে দেখা যেতে পারে। খুশী স্কুলের শিক্ষিকা থেকে বান্ধবী রা। খুশী শিমুরালির আপামর বাসীরা দিয়ার এই সাফল্যের।