পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-বর্ধমান শ্রীরামকৃষ্ণ শারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ে অভিনব উদ্যোগ।বর্ধমান শ্রীরামকৃষ্ণ শারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ে নিজস্ব উদ্যোগে প্রত্যহ শিশুদের প্রাতঃরাশ প্রকল্পের সূচনা হলো বুধবার। প্রকল্পের নাম দেওয়া হয় সকালের পুষ্টি সকলের পুষ্টি। প্রকল্পের শুভ সূচনা করেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, জেলা পরিদর্শক( প্রাথমিক)স্বপন কুমার দত্ত সহ অনান্যরা। শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী জানান সরকারের যে মিড-ডে মিল স্কীম আছে তার বাইরে একটি ব্রেকফাস্ট প্রকল্প চালু করলাম। আমরা দেখেছি অধিকাংশ বাচ্চা সকালে স্কুলে এলেই অসুস্থ হয়ে পড়ে। আমরা কারন জানতে চেয়ে বুঝতে পেরেছিলাম, বাচ্চারা অধিকাংশ সময় না খেয়ে স্কুলে আসে এবং যেসব বাচ্চারা খেয়ে আসে তারা অস্বাস্থ্যকর খাবার খেয়ে আসে। বিভিন্ন দিক ভেবেই আমরা একটু আলাদা সিদ্ধান্ত নিয়েছি। চালু হওয়া প্রকল্পে ছয় দিন ছয় রকম খাবার রেখেছি তালিকায়। যেমন সোমবার খাবার তালিকায় থাকবে বাটার টোষ্ট ডিম সিদ্ধ, মঙ্গলবার হরলিক্স ও বিস্কুট, বুধবার চকোস বা কমপ্লেক্স, এছারাও আরও বাকি দিন অনান্য খাবার রাখা হয়েছে।
Home রাজ্য দক্ষিণ বাংলা বর্ধমান শ্রীরামকৃষ্ণ শারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ে নিজস্ব উদ্যোগে প্রত্যহ শিশুদের প্রাতঃরাশ প্রকল্পের...