নদীয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, ঠাকুর বিসর্জন দিতে গিয়ে ঠাকুরের তলায় চাপা পড়ে আহত একাধিক, একজনের অবস্থা আশঙ্কাজন।

0
259

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  রাসের ঠাকুর বিসর্জন দিতে গিয়ে ঠাকুরের তলায় চাপা পড়ে গুরুতর জখম হলেন একাধিক ব্যক্তি। ঘটনাটি করেছে বুধবার রাতে নদিয়ার নবদ্বীপ পৌরসভার ফাঁসিতলা ঘাট এলাকায়। জানা গেছে, সোমবার নবদ্বীপের রাস পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ছিল রাসের ঐতিহ্যবাহী শোভাযাত্রা বা আরং। বুধবার সন্ধ্যায় পূজা, বারওয়ারি কমিটিগুলি নিজের সুবিশাল প্রতিমা নিয়ে ভাগীরথী নদীর ফাঁসিতলা ঘাট সহ শহরের বিভিন্ন ঘাটে প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রায় অংশ নেয়। সেখানেই ঘটে যায় বিপত্তি। এই দিন রাতে নবদ্বীপ পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বেগুনিয়া পাড়া এলাকার শহীদ ক্ষুদিরাম সংঘ বারোয়ারি কমিটির গঙ্গা মাতা ফাঁসিতলা ঘাটে বিসর্জন দেওয়ার সময় অসাবধানতাবশত সুবিশাল প্রতিমাটি হঠাৎ করে ভেঙে পড়ে। প্রতিবার নিচে চাপা পড়ে গুরুতর জখম হন লক্ষণ পাল, দেবব্রত ধর ও সুশান্ত গুই নামের তিন ব্যক্তি। স্থানীয় পুলিশ প্রশাসন ও উপস্থিত অন্যান্য ব্যক্তিদের সহযোগিতায় জখমদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসারত অবস্থায় সুশান্ত ধরের শারীরিক অবস্থার অবধি ঘটলে ডাক্তারদের পরামর্শে তাঁকে বৃহস্পতিবার সকালে অন্যত্র স্থানান্তরিত করা হয়। পাশাপাশি এই ঘটনা দেখে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ঘটনাস্থলে অসুস্থ হয়ে যান। স্থানীয় প্রশাসনের তৎপরতায় তাঁকে ও উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয় বিসর্জন ঘাট এলাকায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এবং অন্যান্য বাড়াবাড়ি কমিটিগুলির প্রতিমা নিরঞ্জন পুনরায় শুরু হয়।