ভাগ আর ভাগ্য : কবি মৌসুমী ডিংগাল।

0
84

ভাগ হয়ে যায় বাস্তুভিটে, ভাগ হয়ে যায় মা
ভাগ হয়ে যায় মায়ের স্নেহ, শাড়ি আর গহনা!
ভাগ হয়ে যায় মায়ের কাজ, শাসনের অধিকার
ভাগ হয়ে যায় সোনালী দিন, যা ছিল আপন তার।

ভাগ হয়ে যায় বাবার টাকা, আসবাব, বাড়ি-গাড়ি
ভাগ হয়ে যায় যা কিছু আছে, সঞ্চিত কানাকড়ি।
ভাগ হয়ে যায় থাকার জায়গা, পুরনো অভ্যেস
ভাগ হয়ে যায় ঘুমোনোর স্থান, ভাগ হয় ভাগ শেষ।

কষ্ট করেই পড়ানো ছেলেরা হিসাবটা ঠিক বোঝে
তাই তো তারা ভাগ করেই ভাগফলটা খোঁজে ;
ভাগের খাতায় বাবা-মা, আসবাব- টাকাকড়ি
ভাগ হয়ে যায় যতকিছু, ভাগ হয় আড়াআড়ি ।

নিজেরা ভালো থাকবে বলে কত না হিসেব কষা
বাবা- মায়ের আত্মত্যাগ, বাবা মায়ের আশা!
লাভের অঙ্ক বাড়াতে গিয়ে, ভাগ শুধু হয় না
বাবার জমানো কষ্ট আর মায়ের লুকোনো কান্না।