পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বাংলা মোদের গর্ব আয়োজিত হতে চলেছে আগামী ১ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর মেমারি নতুন বাসষ্ট্যান্ডে। তিনদিন ব্যাপী এই মেলায় থাকছে প্রদর্শনী, এক্সপো, সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত থাকবে বাউল গান, ছৌ নৃত্য, আদিবাসী নৃত্য, রায়বেশি নৃত্য ছাড়াও লোক সঙ্গীত ও স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও থাকছে ইন্দ্রানী সেন. বিশ্বজিৎ দাসগুপ্ত, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট খ্যাতনামা শিল্পীদের অনুষ্ঠান।
বৃহস্পতিবার তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার এবং পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও মেমারি পৌরসভার সহযোগিতায় আয়োজিত এই মেলার প্রস্তুতিপর্ব পরিদর্শনে এলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শঙ্কর মন্ডল। তিনি জানান বাংলার কৃষ্টি, সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরায় এই মেলার লক্ষ্য।