পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ডিভিসিতে পর্যাপ্ত জল না থাকায় গতবছরের তুলনায় এবছর কম জল ছাড়া হবে বরি ও বোড়ো চাষে।
প্রথম ধাপে জল ছাড়া হবে আগামী ২৬শে ডিসেম্বর। এবং দ্বিতীয় ধাপে জল ছাড়া হবে আগামী ২৬,২৭ জানুয়ারিতে।তবে ডিভিসিতে জলের লেবেল কম থাকায় চাইদা অনুযায়ী জল পাওয়া যাবেনা বলে জানালেন ডিভিশনাল কমিশনার সুরেন্দর গুপ্তা ও পূর্ব বর্ধমান জেলা শাসক পুনেন্দু মাঝি।
বৃহস্পতিবার বর্ধমান সার্কিট হাউসে ডিভিশনাল কমিশনার সুরেন্দর গুপ্তা ও পূর্ব বর্ধমান জেলা শাসক পুনেন্দু মাঝি সহ পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার, বীরভূম,হাওড়া সহ মোট পাঁচটি জেলার উচ্চপদস্থ আধিকারিক ও জেলাপরিষদের কৃষি আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়।বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবারের রবি ও বোরো চাষের জন্য মোট জল দেওয়া হবে ১লক্ষ৪৪হাজার একর ফিট।
জেলাশাসক পূনেন্দু মাঝি বলেন গত বছর মোট ৭২হাজা একরের জন্য জল দিয়ে ছিলো ডিভিসি।এবছর জলের লেবেল কম থাকায় জন্য এবছর জল পাচ্ছি ৫০ হাজার একরের মতো। গতবছর শুধু পূর্ব বর্ধমান জেলায় বোরো চাষের জন্য ৪৭ হাজার একর জল পাওয়া গিয়েছিল। এবছর জলের লেবেল কম থাকায় ২৭ হাজার একর জল পাবে পূর্ব বর্ধমান জেলা।ডিভিশনাল কমিশনার সুরেন্দর গুপ্তা বলেন আজ পাঁচ জেলার জেলাশাসক এবং কৃষি আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে কবে থেকে জল ছাড়া হবে এবং কতো পরিমাণমত জল ছাড়া হবে। তবে গত বছরের তুলনায় এবছর ডিভিসিতে জলের লেবেল কম থাকায় বোরো এবং রবি চাষে জলের পরিমাণ কম পাওয়া যাবে।