রাত পোহালেই শুরু হচ্ছে শতাব্দী প্রাচীন ঐতিহ্যমন্ডিত শ্রী শ্রী বোল্লা রক্ষাকালী মাতার পুজো।

0
405

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :-  রাত পোহালেই শুরু হচ্ছে শতাব্দী প্রাচীন ঐতিহ্যমন্ডিত শ্রী শ্রী বোল্লা রক্ষাকালী মাতার পুজো। তার আগের দিন বোল্লা মায়ের পুজো ও এই পুজোকে ঘিরে বসা চারদিনের মেলার যাবতীয় খুটিনাটি কাজ দেখভাল করতে নাওয়া খাওয়ার সময় নেই মন্দির পুজো কমিটির। ইতিমধ্যেই এই পুজোকে ঘিরে লক্ষাধীক লোকের সমাগম ও মেলায় কোন অপ্রীতিকর ঘটনা সামাল দিতে মন্দিরের পেছনেই পতিরাম থানার অস্থায়ী পুলিশি শিবির স্থাপনের পাশাপাশি পুলিশি টহল শুরু হয়ে গেছে।
প্রত্যেকবছর রাস পুর্নিমার পরের শুক্রবার বোল্লা রক্ষা কালী মাতার পুজো হয়ে থাকে চিরচারিত রীতিনিতি মেনে। এবারও তার ব্যাতিক্রম হচ্ছে না। তবে গত কয়েক বছর ধরেই মায়ের সামনে পশু বলি বন্ধ রাখা নিয়ে পশুপ্রেমী সংগঠন গুলির আবেদনেসারা দিয়ে পুজো কমিটি শুধু মাত্র নিয়ম রক্ষার্থে পশু বলি বন্ধ রাখার ব্যাপারে সচেষ্ট হয়েছিল। জানা গেছে এবারও সে ব্যাপারে তারা যথেষ্টই সচেষ্টা বজায় রাখবেন। এবার মেনকা গান্ধী ও পশু বলি বন্ধ রাখার ব্যাপারে মন্দির কমিটির কাছে এক ভিডিও বার্তায় আবেদন আগেই জানিয়ে রেখেছেন বলে জানা গেছে। সেই পরিপ্রেক্ষিতে পুজো কমিটি সাবধানে পা ফেলতে চাইছে। প্রসংগত এই পুজোয় প্রায় হাজারের উপর পশু বলি হয়ে থাকত বিগত বছর গুলিতে।

তবে এমনিতেই মা বোল্লার হাতের খড়গ থেকে শরিরের অংগ সোনার অলংকারে পুজোর দিন গুলি মুড়ে থাকে। এবার তার সাথে বোল্লা মায়ের হাতের আংগুলে শোভা পাবে দু-দুটি বড় সাইজের হীরের আংটিং। যার মুল্য কয়েক লক্ষ টাকা। যার ফলে অনান্যবারের চেয়ে এবারে পুলিশি নজরদারি আরো কড়া করা হয়েছে। জোরালো আলোর পাশাপাশি মন্দির চত্বর থেকে মেলা চত্বরে প্রচুর সি সি টিভি বসিয়ে আজ থেকেই কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।