পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের রামতারকহাটের বাঁকুড়াচক অঙ্গনওয়ারী কেন্দ্রের এক কর্মী দীর্ঘ তিন বছর যাবত বাচ্চাদের খাওয়ার সামগ্রী চুরি করে আসছেন। আজ ওই কর্মীকে হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। পরে অঙ্গনওয়াড়ির ওই কর্মী ৩০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি চাপা দেওয়ার কথা বলেন উত্তেজিত গ্রামবাসীদের। গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ দিন ধরে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে রয়েছেন গায়ত্রী ঘাটা নামে স্থানীয় এক মহিলা । অঙ্গনারী কেন্দ্রে যে পরিমাণ শিশু শিক্ষা দান করতে আসেন তার অধিক পরিমাণ শিশুর খাওয়ারের হিসেব দিতেন স্কুলের রেজিস্টার খাতায়। এই খবর প্রকাশ্যে আসতেই একাধিকবার খাওয়ানোর দায়িত্বে থাকা সুপারভাইজার কে জানিয়েছেন গ্রামবাসীরা কিন্তু তাতে কোন লাভ হয়নি ।আজ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার নিজের বাড়ি নিয়েযাওয়ার পথে ওই কর্মীর পথ আটকায় গ্রামবাসীরা। তারা বলছেন প্রত্যহ খাবারের ডিম তিনি বাড়ি নিয়ে চলে যেতেন। আজ তাকে আমরা হাতেনাতে ধরেছি। অভিযোগ গত ৩ বছর ধরে খাদ্যসামগ্রী চুরি করে আসছেন ওই কর্মী, আজ ডিমচুরি করার সময় গায়েত্রী ঘাঁটা কে হাতেনাতে ধরলেন গ্রামবাসীরা।গ্রামবাসীদের আরো অভিযোগ গায়তৃদেবী গ্রামবাসীদের ২৫ হাজার টাকা দিয়ে ব্যাপারটা মিটমাট করে নিতে চেয়েছিলেন ওই কর্মী,রাজি হয়নি গ্রামবাসীরা। ওই কর্মীকে ঘিরে চলে ব্যাপক ঝামেলা আরো অভিযোগ আগেও ধরা পড়েছিলেন ওই কর্মী, তখন বাচ্চাদের খাইয়ে ব্যাপার টা মিটিয়ে ছিলেন। কিন্তুআজ তাকে হাতে নাতে ধরে ফেলে।পরে সেখানে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ। গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
Home রাজ্য দক্ষিণ বাংলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাদ্য সামগ্রী চুরি করছেন ওই কেন্দ্রের দায়িত্বে থাকা এক কর্মী,...