তোর ওষ্ঠ ধুতুরা ফুল,
কৈশোরের কামিনী ভ্রমণকারী
গাত্রমার্জনীতে তুলে নিলেও
শেষ হয় না কাপড়ের খণ্ড ছড়িয়ে দেওয়ার বাসনা।
সমুদ্রের জল কখনো ফুরোয় না হাজার চুমুকে, খেলেও কামড় বেন্ধানে
এক গণ্ডূষ জল তুললে কুমারী বাতাস থাকে উৎকণ্ঠিত।
যত কিছু নিয়েছি তোর, প্রজ্জ্বলিত প্রদীপ
মধূত্থ তরল হয়ে অগ্নিকাণ্ড ঘটায়
হিংসালু হয়ে, পশুত্ব দেখিয়ে নিবিড়
অন্ধকারে সর্বনাশ করি।