গরবেতা ১নম্বর ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে গড়বেতা শহরে বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে পদযাত্রার আয়োজন।

0
259

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে এই দিন বিকেল তিনটে নাগাদ গরবেতা ১নম্বর ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে গড়বেতা শহরে পদযাত্রার আয়োজন করা হয়, এই পদযাত্রায় পা মিলিয়েছেন BDO রামজীবন হাঁসদা,BMOH সঞ্চিতা কর্মকার,পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শিবব্রত ঘোষ, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা কমিটির সহ-সভাপতি তথা ব্লক কমিটির সভাপতি সোমনাথ সাহু সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।