চার থেকে পাঁচ দিন চাঁদুড়িয়া সহ বেশ কিছু জায়গায় জল পরিসেবা বন্ধ আছে। ভালবের কারনে।চলছে কাজ।

0
171

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গত ১১সালে দুটো ভালব লাগানো হয়েছিল চাঁদুড়িয়া এক নম্বর জিপির মানুষমারা গ্রামে।জলের ট‍্যাঙ্ক বসানোর সময়।প্রায় তের বছর ভালবে গিরিশ লাগানো হলেও এইদুটি ভালব কে সেই মতোন অর্থাৎ খোলা বন্ধ করা ছাড়া খোলা পরা হয়নি। এখানে দুটো ভালব আছে। ইনে ২৫০ক‍্যাপাসিটি ঢুকবে আউটে ৪০০ জল বের হবে। পাশাপাশি বাইপাস লাইন করা আছে যাতে কম প্রেসারে অতিরিক্ত জল বের হয়ে ড্রেন হবে। সেই বাইপাস লাইন টা খোলা আছে বলেই কিছু মানুষ জল পাচ্ছে।ভালব টা যে ভাবে লক হয়ে গেছে।নাট গুলি না কাটলে ঠিক করা যাবেনা।চলছে কাজ। এই ভালব টা আন্ডারগ্রাউন্ডে ওপরে কংক্রিটের ঢালাই। সেই টা ভেঙে কাজ করতে হচ্ছে। সুপারভাইসার কি বলছে আমরা শুনে নেব।