হিয়া :: রাণু সরকার।।

0
112

হিয়ার মাঝে ছোট্ট এক কুটির আছে,
প্রিয় জিনিস গুলো, সব ওই খানেতেই রাখা।
বিহগ হর্ষণে ধাবন করছিলো অম্বরীষে,
হঠাৎই আঘাত লাগে ডানায়, কান্নার শব্দ
অনুভবে ভেসে আসে।
কুটিরের প্রবেশপথে ঢুকতেই ডান দিকে সবার প্রথমে রাখা।

মেঘের তালে তালে চলছিলো, টুটিল মোহ গভীর রাতে ঝরে পড়ে গাছের স্পর্শে-আঘাতে বিপর্যস্ত আর্তনাদ।
নজরে ভেসে দিশেহারা, তরঙ্গমালা সজোরে ভূতলে করে নিক্ষেপ।
ঠোঁট দিয়ে আটকে রাখা গেলোনা- শোকের ছায়ায় ঢেকে গেলো।

বসন্তের এক সন্ধ্যায় ডালে বসে গাইছিলো গান-
মহাবিপদের সম্মুখীন হতে হলো।
সংখ্যাগরিষ্ঠ অবিচ্ছেদ্য সঙ্গী, রক্তপাত হিমায়িত নীলবর্ণ ।
কিছু অপরিষ্কার পরিচ্ছদ ভাঙা পেয়ালার টুকরো বেদনাবহ, কৃষ্ণকায় পর্ণকুটিরের খাঁজে
সুশোভিত।