এখন কোলাঘাটের গর্ব আফসানারা খাতুন ওরফে হেনা,হ্যান্ডবলে জাতীয় দলে সুযোগ।

0
354

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  আফসানারা খাতুন ওরফে হেনা এখন পূর্ব মেদিনীপুরে কোলাঘাটের গর্ব। শুধুমাত্র কোলাঘাট এখন নয় এখন এক কথায় দেশের গর্বও বটে। দীর্ঘ ১১ বছর হ্যান্ড বল খেলার সাথে যুক্ত ছিলো। রাজ্যের হয়ে ৬ বছর ধরে হ্যান্ডবল টিমে যোগদান করে। তবে রাজ্য দলের ক্যাপটেন ছিলেন প্রথম থেকে। দেশের বিভিন্ন রাজ্যে বাংলার হয়ে খেলেছেন। তবে ২৫ থেকে ২৭ তারিখ নেপালের পোখরায় ইন্দো নেপাল আন্তর্হাতিক স্পোর্টস গেম খেলতে যান আফসানারা খাতুন (হেনা)। তারপরই খুশির খবর পান হেনা। তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন এবার। অর্থাৎ জাতীয় দলে সুযোগ পেলেন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বড়িশা গ্রামের আফসানারা খাতুন। আজ শনিবার নেপাল থেকে বাড়ি ফেরেন হেনা। তার এই খুশির খবরে উচ্ছোশিত পরিবার থেকে প্রতিবেশিরা। আগামী দিন হেনার লক্ষ্য দেশের হয়ে নিজেকে উজাড় করে দেওয়া। দেশকে জিতিয়ে আানাই হেনার একমাত্র লক্ষ্য। জানুয়ারীতে রয়েছে রাজ্যস্তরীয় ও দেশের হয়ে একাধিক প্রতিযোগিতা। লক্ষ্য এখন দেশকে জিতিয়ে আনা। তবে হেনার এই সাফল্যে রীতি মতো খুশি কোলাঘাট বাসী।