বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বাঞ্চনা প্রতিবাদে মিছিল ।

0
201

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সহ একাধিক প্রকল্পে কেন্দ্রীয় সরকার বরাদ্দ বন্ধ করে রেখেছে। এই নিয়ে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে গত ২৩ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক সভা করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ওই সভা থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন ২ ও ৩ ডিসেম্বর প্রত্যেকটা বুথে বুথে তৃণমূলের প্রতিবাদ মিছিল করার। সেই মতো বর্ধমান-২ ব্লকের ন’টি অঞ্চলে করা হলো এই প্রতিবাদ মিছিল।সেই মর্মে শনিবার বিকেল চারটেয় এই ব্লকের বৈকুণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাম বুথে করা হয় এই প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিলে প্রায় কয়েকশ মানুষ যোগ দেওয়া । মিছিল শেষে বাম মোড়ে প্রধানমন্ত্রী , স্বরাষ্ট্রমন্ত্রী, ও বিরোধী দলনেতার কুশপুত্তলিকা দাও করা হয়। উপস্থিত ছিলেন বৈকন্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমান সহ বাম গ্রামের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।