কেন্দ্র সরকারের ‘বঞ্চনা’র অভিযোগে INTTUC এর প্রতিবাদ।

0
74

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ-  তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে জেলা, ব্লক ও বুথ স্তরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচি ।সেইমতো আজ সকালে গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুরে তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC এর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিল টি দুর্লভপুর শ্রমিক ভবন থেকে শুরু হয় এবং সমগ্র দুর্লভপুর বাজার পরিক্রমা করে। পরে দুর্লভপুর মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন বাঁকুড়া সাংগঠনিক জেলা INTTUC সভাপতি রথীন ব্যানার্জি। মূলত আবাস এবং ১০০ দিনের কাজের প্রকল্পে বাংলাকে বঞ্চনার অভিযোগে মোদী সরকারকে নিশানা করেছে তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্ব।