নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্রায় ৫ বিঘা জমির ধান কেটে ঝাড়াইয়ের আগে শুকিয়ে নেওয়ার জন্য আঁটিগুলি স্তূপ করে জমিতেই রেখেছিলেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেংকান্দি পূর্ব পাড়ার তারক চন্দ্র রায়। রবিবার ভোরে আগুনে পুড়ে ছাই হয়ে গেল ধানের আঁটিগুলি। উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ আগুন লাগিয়েছিল বলে সন্দেহ তারক চন্দ্র রায়ের। এদিন তারক চন্দ্র রায় জানান,খবর পেয়ে তিনি ছুটে গিয়ে দেখতে পান দাউদাউ করে ধানের আঁটিগুলি জ্বলছে। খবর দেওয়া হয় দমকলে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ফালাকাটা দমকলকেন্দ্র থেকে একটি ইঞ্জিন। তারা যথাসাধ্য চেষ্টা করে বলে জানা যায়।আগুন আয়ত্বে এলেও রইল না ধানের অবশিষ্ট। পুড়ে ছাই হলো প্রায় লাখ টাকার ধান। এদিকে ঘটনাস্থলে আসে জটেশ্বর ফাঁড়ির পুলিশও। তবে কি ভাবে আগুন লাগলো তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। উঠছে প্রশ্ন?
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার আগুনে পুড়ে ছাই হয়ে গেল ধানের আঁটি, উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ আগুন লাগিয়ে...