নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দুই দিনব্যাপী যৌথ অভিযানের সময়, নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ সীমান্ত গ্রাম বিজয়পুরে তল্লাশি চালিয়ে মোট ২৬টি সোনার বিস্কুট এবং ৮টি সোনার চুড়ি উদ্ধার করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টাকালে একটি পিস্তল, তিনটি কার্তুজ, একটি ম্যাগাজিন, দুই কেজি গাঁজা, ৬৯ বোতল ফেনসিডিলসহ মোট আট চোরাকারবারীকে আটক করা হয়। উদ্ধার করা সোনার ওজন ৩.৫২৫ কেজি এবং আনুমানিক মূল্য ২১,৮৫৫০০/- টাকা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩২ নং বাহিনীর বর্ডার পোস্ট বিজয়পুরের গোয়েন্দা দ্বারা খবর পায় যে সীমান্ত এলাকার বিজয়পুর গ্রামের একটি সন্দেহজনক বাড়ি থেকে সোনা পাচার হচ্ছে। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজয়পুর গ্রাম পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে কৃষ্ণগঞ্জ থানার পুলিশের সাথে বিজয়পুর গ্রামের সন্দেহজনক বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি অভিযান দল তিনটি বাড়ি থেকে মোট ২৪টি সোনার বিস্কুট এবং ০৮টি সোনার চুড়ি উদ্ধার করে এবং একজন পুরুষ ও দুইজন মহিলাকেও গ্রেপ্তার করে। পরবর্তী অনুসন্ধান অভিযানের সময়, সুমন বিশ্বাস নামক এক ব্যক্তি বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে ২টি সোনার বিস্কুট সহ ধরা পড়ে। এই যৌথ অভিযানে ২৬টি সোনার বিস্কুট ও ৮টি সোনার চুড়ি উদ্ধার করা হয়।