বুলডোজার চালিয়ে দেওয়া হলো কালিয়াগঞ্জ শহরের হাসপাতাল মোর সাত হাত কালি বাড়ি সামনে।

0
182

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-বুলডোজার চালিয়ে দেওয়া হলো কালিয়াগঞ্জ শহরের হাসপাতাল মোর সাত হাত কালি বাড়ি সামনে।
সাত দিনের জন্য সময় বেধে দিলেন পোরপতি না হলে এই ভাবে কোথায় বুলডোজর চালিয়ে দেওয়া হবে। কালিয়াগঞ্জ উন্নয়নে ও ড্রেনের স্বার্থে। পিডব্লিউডির জায়গা যারা দখল করে বাড়ি, দোকান পাট বানিয়েছেন। তারা সতর্ক ও সাবধান হয়ে যান। রাস্তার বেহাল হয়ে পড়ায় চরম সমস্যায় পড়েছে সাধারণ মানুষেরা।রাস্তা ও ড্রেনের কাজ সম্পূর্ণ না হওয়ায় খোভ বাড়ছে সাধারণ মানুষদের মধ্যে।মাঝে পূজা পড়ে যাওয়ায় কাজ বন্ধ হয়ে পড়েছিল।পূজা শেষ হতেই ড্রেনের কাজের উদ্যোগী হল পৌরসভা।
এলাকার জল নাকাশি ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে হাইড্রেন নির্মানের কাজ শুরু হয় শহরের বিবেকানন্দ মোড়ের রেলগেট এলাকা থেকে শুরু করে বাশতলা মোড় পর্যন্ত।অনেকটাই হাইড্রেন নির্মানের কাজ সম্পন্ন হলেও এখনো কিছু ড্রেন নির্মাণের কাজ মাঝ পথে থমকে রয়েছে রাস্তার পাশের কিছু ব্যবসায়ীর দোকান ও কিছু বাড়ি ।পৌরসভার পক্ষ থেকে বারবার জানালেও এখনো ভাংছে না তারা।আর ড্রেন নির্মাণ করতে গিয়ে বেহাল হয়ে পড়েছে রাস্তাটি।রাস্তটি অতিগুরুত্বপূর্ন রাস্তা এই রাস্তা দিয়ে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল,বিডিও অফিস,দুটি উচ্চ বিদ্যালয় ও আরো বেশ কিছু সরকারি দফতর রয়েছে। পৌরসভার পৌরপ্রধান রাম নিবাস সাহা, উপ পৌরপ্রধান ঈশ্বর রজক ও পৌরকর্মীরা যাদের জন্য কাজ আটকে রয়েছে তাদের সাথে কথা বলেন এবং তাদের সাত দিনের সময় দেন তারা যাতে নিজেদের অংশ ভেঙে নেয় না হলে পৌরসভা ভেঙে দিবে। রাস্তায় এক বাড়ির পরিবারের লোকেদের বলতে গিয়ে বেকে বসে পরিবার। তারা ভাংতে চায়না।পৌরপ্রধান রাম নিবাস সাহাকে বলেন তিনি ভাংবেন না,বাধ্য হয়ে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সেই প্রাচির ভেঙে দেয়।