মালদা জেলার ঐতিহ্যবাহী কালী বিসর্জন ঘিরে ব্যাপক উদ্দীপনা।

0
307

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—- বাইশ দিনের মাথায় মায়ের বিসর্জন করা হলো রবিবার।উত্তরবঙ্গে বৃহত্তম কালী পূজা বলতে বুলবুলচন্ডী বাজার কালী। মালদা জেলার ঐতিহ্যবাহী কালী বিসর্জন ঘিরে ব্যাপক উদ্দীপনা। কালী পূজা শেষ হয়েছে বেশ কিছুদিন আগেই। তবে এখনো অনেকে ভাবছেন বিসর্জন এতদিন পর। মালদা জেলার ঐতিহ্যবাহী কালীপুজো মানেই হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী সার্বজনীন শ্রী শ্রী বড়কালী পুজো কমিটি।পুজোর দিন থেকে ২২ দিনের মাথায় ৪৫ ফুটের কালী বিসর্জন করা হলো বড়কালী মায়ের মূর্তি।এই মেলা চলে ২০ দিন ধরে।তাই বুলবুলচন্ডী সার্বজনীন শ্রীশ্রী কালী পুজো কমিটির পক্ষ থেকে রবিবার দুপুরে মূর্তি নিরঞ্জনে মতলো বুলবুলচন্ডী বাসিন্দারা।ঢাক ঢোল বাজিয়ে নিয়ম নিতি মেনে মায়ের বিদায় পর্ব শুরু হয় দুপুর থেকে।এই ৪৫ ফুটের বিশাল মায়ের মূর্তি হাজার হাজার লোকের সমাগম হয়।এই মায়ের এবছর ৭৫ বছরে পদার্পণ করল বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যে দিয়ে এই বছর মেতে ওঠে।এই বিসর্জনে জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা গুলি থেকে বহু ভক্ত এই মায়ের বিসর্জন দেখতে ভীর জমান।মন্দির প্রাঙ্গণ থেকে বিশাস আকারের মায়ের মূর্তিকে বিনা চাকায় টেনে নিয়ে যাওয়া হয় প্রায় এক কিলোমিটার দূরে ডুবাপারা মাঠে অবস্থিত নয়নজলিতে বিসর্জন করা হয়।