কালী মন্দিরে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় আবারো চাঞ্চল নদীয়ায়।

0
185

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  কালী মন্দিরের তারা ভেঙে চুরি । নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে কালীমন্দিরে তালা ভেঙে চুরি । কালী মন্দিরের পাশেই রয়েছে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ । আরেকটি শিব মন্দিরসহ রাম সীতা মন্দির । বেশ কয়েক বছর আগে এই রাম সীতা মন্দিরের তালা ভেঙে কষ্টিপাথরের অন্নপূর্ণা মায়ের মূর্তি চুরি হয়েছিল । তারপরে ই তরী ঘড়ি করে বসানো হয়েছিল মন্দির চত্বরে পুলিশ ক্যাম্প । স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাত্রি আনুমানিক একটা নাগাদ এই কালীমন্দিরে তালা ভেঙে চুরি হয় । কালী মন্দিরের পাশে একটি বাড়িতে সিসিটিভি আছে । সেই সিসিটিভির ক্যামেরা ঘুরিয়ে দিয়ে ক্যামেরার মুখে কালো পলিথিন বেঁধে দেওয়া হয় বলে জানা গেছে । কালী মন্দিরের তালা ভেঙে চুরি হওয়ায় এলাকায় পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । শিবনিবাস মন্দিরের পুরোহিত স্বপন ভট্টাচার্যকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনিও এই চুরির ঘটনা নিয়ে চিন্তিত বলে জানিয়েছেন ।