নিজস্ব সংবাদদাতা , বাঁকুড়াঃ প্রতিবেশীর ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম একই পরিবারের তিন সদস্য। রবিবার রাতের এই ঘটনায় মারাত্মক আতংক ছড়াল বাঁকুড়া শহরের নতুনচটি এলাকায়। গুরুতর জখম তিনজনই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বাঁকুড়া মেডিক্যাল কলেজে।
প্রতিবেশীর ধারলো অস্ত্রের কোপে গুরুতর জখম হলেন একই পরিবারের তিন সদস্য। স্থানীয় সুত্রে জানা গেছে বাঁকুড়া নতুনচটি এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক মথুর মোহন দত্তের সাথে জায়গা সংক্রান্ত বিবাদ চলছিল প্রতিবেশী পিন্টু রুইদাসের সাথে। দীর্ঘ দিনের এই বিবাদ। বিবাদ গড়িয়েছে আদালত পর্য্যন্ত। রবিবার সন্ধ্যে বেলায় এই জায়গা নিয়ে ঝামেলা হয়। অভিযোগ সেই সময় পিন্টু রুইদাস নামে ওই প্রতিবেশী ধারালো অস্ত নিয়ে আক্রমন করে অবসরপ্রাপ্ত শিক্ষকের পরিবারের উপর। খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ রক্তাক্ত অবস্থায় মথুর বাবু তার স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি করে। সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তিনজনই। সূত্রের খবর বাঁকুড়া মেডিকেলে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হল মথুর মোহন দত্ত ও তার ছেলে শ্রীধর দত্ত।গুরতর জখম হয়ে এখনো চিকিৎসাধীন মূত মথুর বাবুর স্ত্রী।এদিকে ঘটনার পর থেকে পলাতক পিন্টু রুইদাস নামে ওই অভিযুক্ত।