সারেঙ্গা রাসমেলা দেখতে দেখতে ৩৯ বছর পদার্পণ করল।

0
688

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: – সারেঙ্গা রাসমেলা দেখতে দেখতে ৩৯ বছর পদার্পণ করল। সারেঙ্গা শ্মশান কালীবাড়ি রথতলা কমিটির পরিচালনায় সারেঙ্গা রাসমেলা ৩৯ বছর পদার্পণ করল। বিশিষ্ট মহারাজের হাত ধরে রাধা কৃষ্ণের গলায় মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে শুভ উদ্বোধন করা হল সারেঙ্গা রাস মেলা। পুরানো ঐতিহ্যকে বজায় রেখে নতুন কমিটি তাদের এক মাসের পথচলা শুরু করল এই রাস মেলার উদ্বোধনের মাধ্যমে। উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে স্বামী শিবানন্দ মহারাজ, সারেঙ্গা পঞ্চায়েতে প্রধান সুজাতা টকাল, পঞ্চায়েত সমিতির সদস্যা নবনীতা নস্কর, শ্রী কাজল চৌধুরী সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এশিয়ান ফ্রন্ট ফর হিউম্যান রাইটসের, শ্রী শীর্ষেন্দু চক্রবর্তী, বরুন কাড়ার, গৌতম মুখার্জী, রাসমেলা কমিটির সম্পাদক পিঙ্কু রায়, কমিটির সভাপতি দীপক পর্বত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাবাসীবৃন্দ। একমাস যাবত চলবে এই রাস মেলা। প্রধানের হাত দিয়ে আতশবাজি রং মশাল জ্বালানোর ব্যবস্থা করা হয়। শ্রীকৃষ্ণের রাসলীলার বর্ণনার চিত্র পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলার ব্যবস্থা করা হয়েছে কমিটি পক্ষ থেকে। এছাড়াও কৃষ্ণের বিভিন্ন অবতার এর খন্ডচিত্র মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে এই রাস মেলায়। মেলা প্রাঙ্গণে বসেছে বিভিন্ন স্টল খেলনা, ফুচকা, জিলাপি সহ শিশুদের মনোরঞ্জনের জন্য বসেছে দোলা।